• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ভাঙ্গায় পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ সংবাদ সম্মেলন

  • ''
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০২৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৫ কেজী গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এর মধ্যে ১ জন নারী রয়েছেন। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার গোপীনাথপুর গ্রামের মিজান মুন্সির ছেলে হাসিব মুন্সি (২২) ও উপজেলার পৌর সদরের ছিলাধরচর সদরদী গ্রামের রোকন মিয়ার স্ত্রী আলেয়া বেগম( ৬২)।

সোমবার দুপুরে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ।  এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার  এসআই তাহসিনুর রহমান, এসআই  রায়হান কবির নাইম, এএসআই পরিতোষ মজুমদার, এএসআই মোবারক হোসাইন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভাংগা থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল উপজেলার  মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন  রাস্তার উপর অভিযান চালিয়ে  হাসিব মুন্সী(২২), পিতা-মিজান মুন্সী, সাং-গোপিনাথপুর, থানা- আংগা জেলা-ফরিদপুরকে ৫: কেজী ১, শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার  করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাংগা থানার মামলা নং-৩৩/১৫১ রা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায়  বিজ্ঞ আসলতে সোপর্দ করা হয়েছে। পৃথক ঘটনায় পুলিশের  একই টিম অভিযান চালিয়ে  পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ছিলাধরচর সদরদী গ্রামের  জনৈক আলেয়া বেগম(৬২), পিতা-মৃত শেখ রজব আলী, স্বামী-মৃত শেখ প্রান কেন ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।  এ ঘটনায় ভাঙ্গা থানায় ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads